পুনর্গণনার দাবী জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে

পুনর্গণনার দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাঁর দাবি, গণনায় কারচুপি হয়েছে। এই কেন্দ্রে চূড়ান্ত ফলাফল স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। তিনি জানান, মানিকতলা কেন্দ্রে তিনি দেখেছিলেন ৩,৩৬৩ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।অথচ ফলাফলে দেখানো হয় ২০ হাজার ভোটে হেরেছেন তিনি। কী ভাবে এই ফারাক হল? সেই প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত, গণনা সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের আর্জি জানিয়ে গত ৫ মে কমিশনকে চিঠি লিখেছিলেন কল্যাণ চৌবে। এর পর কোর্টে মামলা করেন তিনি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। কল্যাণবাবু বলেন, ”আমি হাইকোর্টে পুনর্গণনার দাবি জানিয়েছি। আরও ৮ বিজেপি প্রার্থী পুনর্গণনা চান। সোমবার দুটি মামলার শুনানি রয়েছে।”

Latest articles

Related articles