রক্ত সংকট দূরীকরণে এগিয়ে এল চাঁচল-২ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি

শেখ সাদ্দাম, চাঁচলঃ মালদা ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে চরম  রক্ত সংকট  তাই এবার রক্ত সংকট দূরীকরণে এগিয়ে এলেন চাঁচল-২ নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি।

মালদা জেলায় রক্ত সংকট দূর করতে  শনিবার  দুপুরে মালতিপুরের রোহিনি কান্ত গার্লস স্কুলের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ৪৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এছাড়াও এদিন এই রক্তদান শিবিরে রক্ত দিতে আসা রক্তদাতার মধ্যে পুষ্টিকর খাবার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি , মালতিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান, মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সহ অন্যান্যরা।

Latest articles

Related articles