এনবিটিভি, আসানসোলঃ আসানসোলের রূপনারায়ণ রেল স্টেশনের রেল লাইনের ধারে মিলল এক অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির দেহ। বৃহস্পতিবার রূপনারায়ণপুর স্টেশনের কিছুটা দূরেই চিত্তরঞ্জন আসানসোল রোডের ওভার ব্রিজের নিচে বাউরি পাড়ার গ্রামের কিছু লোক দেখতে পায় জলভরা নর্দমায় এক মৃতদেহ ভাসছে। এরপর তারা সিতারামপুর জিআরপি পুলিশ ও স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়। এরপর তারা মৃতদেহ টিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।
সিতারামপুর জিআরপি কেন্দ্রে পুলিশ বলেন, ব্যাপারটা তদন্ত করে দেখা হচ্ছে। আর মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন। মৃত ব্যক্তির পরিচয় জানা গেলে পরিবারের কাছে তার মৃতদেহটিকে তুলে দেবেন বলে জানান।