অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের, দেহ ফেরাতে সরকারী সাহায্যের আর্জি পরিবারের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

শোকের ছায়া পরিবারের।
শোকের ছায়া পরিবারের।

এনবিটিভি, রাণীনগরঃ মুর্শিদাবাদের রাণীনগর থানার অন্তর্গত মালিপাড়ার বাসিন্দা মিলন শেখ বয়স ৩০ কেরলের এর্ণাকুলাম জেলার পট্টিমাটাম গ্রামে কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হটাৎই অসুস্থ হয়ে পড়লে তার রুমমেট  স্থানীয় কোলেনচেরি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।তারপর চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।

পরিবারের কাছে খবর পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে মৃত দেহকে ফিরিয়ে নিয়ে আসার জন্য লাগবে লক্ষাধিক টাকা তাই কাতর আর্জি সরকারের সাহায্যের।

স্থানীয় সূত্রে খবর, তাদের আর্থিক অবস্থা একেবারেই সচ্ছল নয় দিন আনতে পান্তা ফুরায়। পরিবারে ওই একমাত্র রোজগার করত। তাই অত টাকা খরচ করে মৃতদেহ আনা সম্ভব নয় তাদের পক্ষে। তাই স্থানীয়দের  সামর্থ্য অনুযায়ী তারা কিছু অর্থ সাহায্য করেছে। কিন্তু মৃতদেহ আনার পক্ষে যথেষ্ট নয় বলে মনে করছেন এলাকাবাসীরা। একমাত্র পথ হল সরকারী অর্থ সাহায্য। তাই দুই সন্তানকে নিয়ে মৃতের স্ত্রী অপেক্ষা করে আছে সরকারী সাহায্যের জন্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর