আব্দুস সামাদ জঙ্গিপুর: সামনে ভোট ২০২১ বিধানসভা নির্বাচন এই নির্বাচনে একের পর এক মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় বোমের খবর। রাজ্যের রাজনীতি কোনদিকে? কী চাইছে রাজনৈতিক দল গুলি? এই ভোটে মানুষ কতোটা শান্তি শৃঙ্খলার মধ্যে থাকতে পারবে তা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে সাধারণ মানুষ । ভোটের আগে আবারো মুর্শিদাবাদের সামসেরগঞ্জে একটি পরিত্যক্ত জায়গা থেকে জার ভর্তি বোমা উদ্ধার। বুধবার গভীর রাতে ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা সামসেরগঞ্জে। ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।