করোনা অতিমারীর জেরে এবার ব্রিটেনে ভারতীয় প্রবেশের ওপর নিষেধ করা হয়েছে

করোনা অতিমারীর জেরে এবার ব্রিটেনে ভারতীয় প্রবেশের ওপর নিষেধ করা হয়েছে। ভারতে এই করোনা প্রজাতি বাড়বাড়ন্ত। যদিও গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন,’এই করোনা আবহে তিনি ভারত সফর করবেন না। আর সেই সিদ্বান্ত জানানো মাত্রই ব্রিটেনে ভারতীয়দের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করল. সোমবার ব্রিটেনের পার্লামেন্টে স্বাস্থ্যসচিব ম্যান হ্যাটকক এই ঘোষণা করেন। আগামী ২৪ এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে. যদিও ভারতের করোনা নিয়ে চিন্তিত ব্রিটেন। এছাড়া ভারত থেকে সেদেশ যার যাবেন তাদের কে দশ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার কথা বলা হয়েছে। যদিও ব্রিটেনে ১০৩ জনের এই সংক্রমণের অনুসন্ধান পাওয়া গেছে। যে ক্রোন ভারতকে লাল তালিকাভুক্ত করল। কিন্তু এর পাশাপাশি তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান। করোনা বাড়তেই তাই ব্রিটেন কোনওভাবেই চায়না ভারতীয়রা প্রবেশ করুক তাই এই সিধান্তের দিকে।

Latest articles

Related articles