এনবিটিভি ডেস্কঃ গত ৩০ শে অক্টোবর রাজ্য উপনির্বাচনে তিনটি কেন্দ্রে তৃণমূলের জয় হয় । সকলের পাখির চোখ ছিল ভবানিপুর কেন্দ্র , মমতা বন্দোপাধ্যায় ৫৮৮৩২ ভোটে জয় লাভ করেন।
পুজো মিটলেই ফের রাজ্যে উপনির্বাচন ভোট ৩০ শে অক্টোবরে । এবার উপনির্বাচন হবে শান্তিপুর , গোসাবা , খড়দহ ও দিনহাটায় । ওই চার কেন্দ্রে আপাতত ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন।
চারটি কেন্দ্রে ভোটের প্রচার ও শুরু হয়ে গেছে। অনেক কেন্দ্রে প্রার্থী ও ঘোষণা হয়ে গিয়েছে।
থাকছে ৯ কোম্পানি BSF, ৮ কোম্পানি CRPF ও ৫ কোম্পানি SSB ও CISF। কোন কেন্দ্রের জন্য কত বাহিনী বরাদ্দ? সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে তেমনই খবর।