উজ্জ্বল দাস, আসানসোল: কয়লা কান্ডে লালা ঘনিষ্ঠ চারজনকে ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করলো। সোমবার জয়দেব মন্ডল, গুরুপদ মাজি, নারায়ন নন্দ ও নিরোদ মন্ডলকে সিবিআই আদালতে পেশ করা হয়েছে।
জানা গিয়েছে, দিন কয়েক আগে কয়লা কান্ডে লালা ঘনিষ্ঠ জয়দেব মন্ডল, গুরুপদ মাজি, নিরোদ মন্ডল ও নারায়ন নন্দকে গ্রেফতার করেছিলো সিবিআই। ধৃতদের আদালতে পেশ করে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। সোমবার ধৃতদের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের জয়দেব মন্ডল, গুরুপদ মাজি, নারায়ন নন্দ ও নিরোদ মন্ডলকে সিবিআই আদালতে পেশ করা হয়েছে।সিবিআই এর তরফে আদালতে ৪ দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। এদিন বিচারক ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।