
সাম্প্রতিক একটি স্ট্যান্ড আপ কমেডি শো করেন কুনাল কামরা। পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করেন সেই শো ভিডিও। স্বভাবসিদ্ধ ভাবেই তার শোতে ছিল বর্তমান রাজনৈতিক টানাপড়েন। উদ্ভব ঠাকরের সরকার ফেলে বিজেপিতে যোগ দেন একনাথ শিন্ডে। বালাসাহেব ঠাকরের দলের উপরও তিনি নিজের মালিকানা বজায় রাখে। এ প্রসঙ্গে নিজের স্ট্যান্ড আপ কমেডি শোতে একনাথ শিন্ডেকে কটাক্ষ করে বলে অভিযোগ ওঠে, কুণালের বিরুদ্ধে। যদিও শোতে কারুর নাম উল্লেখ করেনি কুনাল কামরা।

ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই, স্টুডিওতে ভাংচুর চালানো হয়। কুনালের বিরুদ্ধে আসতে থাকে হুমকি, করা হয় এফআইআর। গতকাল সারাদিন ধরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কুনালকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। অপরদিকে কমেডিয়ান কুনাল কামরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনমতেই ক্ষমা চাইবেন না।

কুনাল সমাজমধমে জানান, ‘যাঁরা এই সার্কাস নিয়ে খবর করছেন, সেই সব সংবাদমাধ্যমকে বলব, সংবাদমাধ্যমের স্বাধীনতায় ভারতের স্থান ১৫০। আমি ক্ষমা চাইব না। আমি যা বলেছি, অজিত পওয়ার (প্রথম উপমুখ্যমন্ত্রী) একনাথ শিন্ডে (দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী) সম্পর্কে একই কথা বলেছেন। আমি এই ভিড়কে ভয় পাই না এবং খাটের নীচে লুকিয়েও থাকব না, উত্তেজনা থিতিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব না’।