দেশে করোনা সংক্রমন ছাড়ালো সাড়ে ৮৬ লক্ষের গন্ডি,বাড়ল সংক্রমণ ফিরল আতঙ্ক

এনবিটিভি: দেশে করোনা সংক্রমিতের গ্রাফ ইতিমধ্যেই সাড়ে ৮৬ লক্ষের গন্ডি পেরিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯০৫ জন। এই মুহূর্তে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৮৬ লক্ষ ৮৩ হাজার ৯১৭ জন। এখনও পর্যন্ত সক্রিয় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৯ হাজার ২৯৪ জন। বুধবারের চেয়ে ৫ হাজার ৩৬৩ জন কম।

এদিকে, গত ২৪ ঘন্টায় দেশে মারা গিয়েছেন ৫৫০ জন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন ১ লক্ষ ২৮ হাজার ১২১ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮০ লক্ষ ৬৬ হাজার ৫০২ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২ হাজার ৭১৮ জন।

Latest articles

Related articles