এনবিটিভি ডেস্ক: করোনা সংক্রমণ ও মৃত্যুর নয়া রেকর্ড হল দেশে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫,৭২০ জন। মোট আক্রান্ত এখন দাঁড়িয়েছে ১২,৩৮,৬৩৫ জন। মোট মৃতের সংখ্যা এখন ২৯,৮৬১ জন। সুস্থ হয়েছেন ৭,৮২,৬০৬ জন। সবমিলিয়ে ১,৫০,৭৫,৩৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
কেরলে মাত্র কয়েকদিনে আক্রান্ত হয়েছেন ১৫,০৩২ জন। তার ৮০ ভাগই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। ৫৭টি ক্ষেত্রে কোথা থেকে সংক্রমণ এসেছে তা জানা যায়নি ৫৭টি ক্ষেত্রে। তাই মনে করা হচ্ছে কেরলে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।
অন্যদিকে, মধ্যপ্রদেশের এক ক্যাবিনেট মন্ত্রীর করোনা সংক্রমণ হয়েছে। তিনি মন্ত্রিসভার বৈঠকে হাজির ছিলেন। ছিলেন প্রয়াত রাজ্যপাল লালজি ট্যান্ডনের শেষকৃত্যও। তাঁকে ভোপালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।