করোনা কমলে এন.আর.সি চালু করা হবে; হুঁশিয়ারি জেপি নাড্ডার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201021-WA0025

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ কমে গেলে জন বিরোধী ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ) কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা।

সোমবার (১৯ অক্টোবর) শিলিগুড়িতে এক দলীয় সভায় এই ঘোষণা দেন তিনি।

হিন্দুত্ববাদী নেতা নাড্ডা বলেন, করোনা সংকটের কারণে নতুন নাগরিকত্ব আইন কার্যকর করার প্রক্রিয়া থেমে আছে। এই পরিস্থিতি কেটে গেলেই এই আইন অনুযায়ী নাগরিকত্ব তালিকা তৈরির প্রক্রিয়া চালু করে দেওয়া হবে।

আগামী ছয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি খতিয়ে দেখতেই বুধবার দুপুরের দিকে সংক্ষিপ্ত সফরে আসেন বিজেপি সভাপতি। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী বিজেপি যে জন বিরোধী নাগরিকত্ব আইনকেই আসন্ন নির্বাচনে প্রচারণার অন্যতম হাতিয়ার করতে চলেছে তা এদিন স্পষ্ট প্রকাশ পেল নাড্ডার বক্তব্যে।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় পাশ হয় মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব বিল সিএএ। রাজ্যসভায় এই সাম্প্রদায়িক বিল পাশ হয় ১১ ডিসেম্বর। ১২ ডিসেম্বর ওই বিলে স্বাক্ষর করে দেশটির রাষ্ট্রপতি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর