উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-কে “ আরএসএস-এর বাচ্চা” বলে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহ: সেলিম।

যাদবপুরে ব্রাত্য বসুর ছাত্রকে গাড়ির তলায় চাপা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । চলতে থাকে বাম মনস্ক দলগুলির সাথে তৃণমূলের চাপানউতোর । এরই মাঝে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে ঘোলা জলে মাছ ধরতে নামে বিজেপি এবং এবিভিপি । যাদবপুরে “সার্জিকাল স্ট্রাইক” করার ডাক দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ।
এরই মাঝে মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবিভিপিকে ব্যঙ্গ করে “আরএসএস এর বাচ্চা” বলে করেন সেলিম।