বাড়িতে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হলে মুখ্যমন্ত্রী। এরপর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তৃণমূলের এক্স হ্যান্ডল থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি পোস্ট করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাটতে গিয়ে হঠাৎ পড়ে কপালে চোট পান তিনি। এরপরই তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
মমতার ক্ষত বেশ গভীর। সিটি স্ক্যান করানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।