আজ আছড়ে পড়বে     ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, লাল সতর্কতা জারি গুজরাট উপকূলে

এনভিটিভি, ওয়েবডেস্ক: আরও এগিয়ে এল ‘বিপর্যয়’। বুধবার থেকেই ঘূর্ণিঝড়ের দাপট শুরু হয়েছে গুজরাটের একাধিক উপকূলে। মৌসম ভবন জানিয়েছে, ‘বিপর্যয়’-এর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে গুজরাট। বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। উপড়ে পড়েছে গাছ, কয়েকটি বিদ্যুতের খুঁটিও। পরিস্থিতি সামাল দিতে উপকূলে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল।    মৌসম ভবন সূত্রে খবর, বুধবারে সৌরাষ্ট্র, দ্বারকা এবং কচ্ছে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোবে। বৃহস্পতিবার সন্ধেয় গুজরাটের মান্ডবী এবং পাকিস্তানের করাচির কাছে জখৌ বন্দরের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তখন ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।  ‘বিপর্যয়’ আছড়ে পড়ার আগে কচ্ছ, পোরবন্দর, দ্বারকা, গির সোমনাথের মতো এলাকায় ২ দিনের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। উপকূল থেকে ৩৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

Latest articles

Related articles