এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফের দলিত নির্যাতন উত্তরপ্রদেশে। সোনভদ্রে গুলাব কলে নামে এক দলিত যুবকের কানে প্রস্রাব করে দেন জহর পটেল নামে আরেক যুবক মত্ত অবস্থায়। সেই দলিত যুবকের উপর নিগ্রহ চালানো হয়েছে বলেও জানা গেছে। এই ঘটনায় ওই যুবক এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের বক্তব্য, ১১ জুলাই সোনভদ্র জেলার জুগাইল অঞ্চলে দুই বন্ধু মারপিটে জড়িয়ে পড়েন। এক সময় তাঁদের দু’জনের মধ্যে ভাল সম্পর্ক থাকলেও পরে কোনও কারণে সেই সম্পর্ক শত্রুতায় পরিণত হয়েছিল এবং তার জেরেই এই ঘটনা।