বিগত কয়েক দশকের মধ্যে দেশের বেকারত্বের হার যখন সবচেয়ে বেশি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তখনই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অভিযান করছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। "দেশ জুড়ে তোলপাড়, বেহাল দশা জীবিকার" এই শিরোনামে ১৫ই অক্টোবর'২২ থেকে ৩০শে অক্টোবর'২২ পর্যন্ত সারা দেশব্যাপী পার্টি যে প্রচারাভিযানের ডাক দিয়েছে তারই অংশ হিসেবে আজ রঘুনাথগঞ্জ ফুলতলা ট্রাফিক মোড়ে অবস্থান বিক্ষোভ এবং জঙ্গীপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা সভাপতি হামিদ শেখ, জেলা সম্পাদক মুহাঃ আশাদুল্লাহ ও আবেদ হোসেন,জেলা ট্রেজারার মনিরুল ইসলাম,জেলা কমিটির সদস্য সাবির খান,আজিমুদ্দিন সেখ ও মনিরুল ইসলাম,মুরশালিম সেখ,আসরাফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
বেকারত্ব ও মূল্যবৃদ্ধির সমাধানের দাবিতে জঙ্গীপুরে ওয়েলফেয়ার পার্টির অবস্থান বিক্ষোভ ও মহকুমা শাসকের নিকট ডেপুটেশন
Related articles