‘ছোট্ট উপহার’ ফাউন্ডেশনের উদ্যোগে সুন্দরবনে পোশাক বিতরণ

সন্দেশখালি:লিটল গিফট ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০০ শিশু ও ৫০ জন মা-কে পোশাক বিতরণ করা হল। প্রধানত ইয়াস, আমফান বিধ্বস্ত পরিবারের বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্যই এই উদ্যোগ বলে সুন্দরবনের সন্দেশখালির এই সংস্থার তরফে জানানো হয়েছে। ৪০০ বচ্চাকে পোশাক দেওয়া হলেও সংস্থার লক্ষ্য ১০০০ বাচ্চাকে পোশাক দেওয়া। আর রবিবার শুরু হল এই সংস্থার বিতরণ যাত্রা পর্ব।

১২ বছর ধরে ব্যক্তিগতভাবে এই কাজ করে চলেছে এই সংস্থার সদস্যরা। তবে দুই বছর ধরে এই সংস্থার হয়ে কাজ করছেন তারা। আগামী দিনে আরও মানুষের সহযোগিতায় প্রত্যন্ত এলাকায় এইসব দুঃস্থ, অসহায় মানুষের জন্য কাজ করার অঙ্গিকার করেছে এই সংস্থা। ছোট্ট উপহার ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করছেন প্রবীর কুমার কর্মকার, সুপর্ণা কর্মকার, দেবমাল্য নস্কর- সহ অন্যান্যরা।

Latest articles

Related articles