নিউজ ডেস্ক : গতকালই করোনা আবহে ভোট প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে চরম উদাসীনতার জন্য মাদ্রাজ হাইকোর্টের কোপের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। তারই ফলে এবার নড়েচড়ে বসল দিল্লির নির্বাচন কমিশন। ভোট গণনার দিন কোন রাজনৈতিক দল বিজয় মিছিল বের করতে পারবে না বলে জানিয়ে দিল কমিশন। দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
ভোট গণনার দিন ও চূড়ান্ত সর্তকতা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট গণনা কেন্দ্রে মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবহার সহ সামাজিক দূরত্ব বিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। বিজয়ী প্রার্থী তার সার্টিফিকেট নেওয়ার সময়ও দুইজনের বেশি ব্যক্তিকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না।
উল্লেখ্য পশ্চিমবঙ্গে এখনো শেষ দফার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব বাকি রয়েছে। ভোট গণনার তারিখ ২রা মে। পশ্চিমবঙ্গ সহ এবারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আসাম কেরালা এবং তামিলনাড়ুতে ও। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি তো এবারে নির্বাচন হয়েছে।