মৃত্যুর পরেও গুনতে হচ্ছে বাড়ির ভাড়া।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রিটেনের পেকহ্যাম শহরে।
উল্লেখ্য, মৃত মহিলার নাম শিলা সেলেওন। তাঁর বয়স ৬১ বছর। একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন এই বৃদ্ধা। কিন্ত একদিন হঠাৎ মারা যান তিনি। তারপর কেটে যায় দীর্ঘ ২ বছর। কিন্তু এই ২ বছর ধরে তার ফ্ল্যাটের ভাড়া নিয়ে যাচ্ছেন বাড়িওয়ালা।
গণমাধ্যম সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজের ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শিলা সেলেওনে নামে ওই বৃদ্ধার কঙ্কাল। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ওই বৃদ্ধা মারা গেছেন প্রায় দুই বছর আগে। কিন্তু তদন্তে নেমে পুলিশের চক্ষু চড়ক গাছ হয়।
মেয়েটির মৃতদেহ পাওয়া গেলেও গত ২ বছর ধরে সেটির ভাড়া নিয়েছেন ওই বাড়ির মালিক। আসলে ওই নারী যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন, সেটি ছিল ‘পিবডি হাউজিং’ আবাসন প্রকল্পের।
ওই নারী ২০১৯ সালের আগস্ট মাসে তাঁর শেষ ভাড়া পরিশোধ করেছিলেন । এরপর ভাড়া না দেওয়ায়, ওই হাউজিং কোম্পানি মৃত নারীর ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট অ্যাকাউন্ট থেকে সরাসরি ভাড়া পরিশোধের জন্য একটি আবেদন করে। তারপর বকেয়া-সহ ২০২০ সালের মার্চ থেকে নিয়মিতভাবে তাঁর ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের ভাড়া পরিশোধ হয়ে আসছিল বলেই পুলিশ সূত্রে খবর।