এনবিটিভি ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বক্তব্যের রূপরেখা বোঝাতে বিজেপি নেতা কপিল মিশ্রের বিতর্কিত মন্তব্যের উদাহরণ টানলেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ। এই বছরের ফেব্রুয়ারি মাসে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি নেতা, যেই হুমকির পরই উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ৫৫ জনের মৃত্যু হয়, উস্কানিমূলক মন্তব্যের সীমারেখা বোঝাতে সেই পোস্টের কথা উল্লেখ করলেন জুকারবার্গ। যদিও বিজেপি নেতার নাম ব্যবহার করেননি তিনি।
গত মঙ্গলবার নিজের কর্মচারীদের সাথে করা একটি ভার্চুয়াল বৈঠকে জুকারবার্গ বলেন, “ভারতেও এরকম অনেক ঘটনা ঘটেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সেখানে কেউ একজন বলেছিলেন, ‘পুলিশ যদি এই বিষয়টিকে গুরুত্ব না দেয়, তাহলে আমাদের সমর্থকরা ওখানে যাবে এবং রাস্তা থেকে ওদের সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেবে।’ এটি হলো সরাসরি উস্কানিমূলক মন্তব্য করে সমর্থকদের উৎসাহিত করা। আমরা এই পোস্টটি মুছে দিই। আমরা জানি কোনটা সরাসরি উস্কানিমূলক মন্তব্য আর কোনটা না। আমাদের কাছে এর নজির রয়েছে।”