
রাজ্যে থামানো যাচ্ছে না জাল ওষুধের বাড়বাড়ন্ত । আবারও ৫১ টি জীবনদায়ী ওষুধের নমুনা পরীক্ষা ব্যর্থ হল। ৫টি জীবন দায়ী ওষুধ ড্রাগ কন্ট্রোলের দৃষ্টিগোচরে এসেছে। এই পাঁচটি ওষুধের ব্যাচ নম্বর প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে ড্রাগ কন্ট্রোল।
ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ৫১ ওষুধের গুণগতমান সঠিক নয়। এর মধ্যে ৫টি ওষুধ সম্পূর্ণভাবে ভুয়ো বলে দাবি করেছে ড্রাগ কন্ট্রোল। এছাড়াও দুটি ওষুধের স্ট্রিপ জাল করা হয়েছে বলে জানিয়েছে ড্রাগ কন্ট্রোল। অর্থাৎ ৫১ টির মধ্যে মোট ৭টি ওষুধ সম্পূর্ণ জাল। অ্যান্টিবায়োটিক এবং ইনফেকশনের জন্য ওষুধগুলোতে ব্যবহৃত হয়নি এন্টিবায়োটিক ও ইনফেকশন রুখে দেওয়ার উপাদানগুলি, জানানো হয়েছে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে। ফলে এইসমস্ত ওষুধ সেবন করে রোগীর রোগ নির্মল হচ্ছে না উপরন্ত তারা আরও মৃত্যুর মুখে ঢলে পড়ছে।