অগ্নিমূল্যের বাজারে জনগণের পাশে আইমা, স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিতরণ পাশকুড়াতে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201103-WA0032

এনবিটিভি ডেস্ক: করোনা পরিস্থিতি, লকডাউনে কাজ হারিয়ে সাধারণ মানুষ দিশেহারা। লকডাউনের পরবর্তীতে কিছু মানুষ কাজে যুক্ত হলেও অধিকাংশ সাধারণ মানুষের কাজ বন্ধ। জনগণের হাতে অর্থ নাই, ঠিকমতো সংসার চলছে না, এমন অবস্থাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য আলু, পেঁয়াজের আকাশছোঁয়া মূল্য। অগ্নিমূল্যের বাজারে জনগণকে একটু স্বস্থি দিলেন আইমা সংগঠন। আইমা বিভন্ন জায়গাতে অল্প মূল্যে আলু পেঁয়াজ বিতরণ করছেন। পাশকুড়ার বিভিন্ন জায়গাতে আলু পেঁয়াজ বিতর্ক করেছেন।

আইমার সুপ্রিমো সম্মানীয় ভাইজানের নির্দেশে, খারুই ২ অঞ্চল আইমা অফিস থেকে আগামীকাল বুধবার সকালে ২ কিলো আলু, ১ কিলো পিঁয়াজ, ২০০ গ্রাম আদা ও ১০০ গ্রাম রসূন স্বল্পমূল্য অর্থাৎ ১৩৮ টাকায় বিতরণ করা হবে ১৭৫ পরিবারকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর