কালীপুজোয় বাজি না পোড়ানোর আবেদন মুখ্যমন্ত্রীর, আবেদন করলেন মুখ্য সচিবও

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201103-WA0033

এনবিটিভি ডেস্ক: আইন করে বাজি পোড়ানো নিষিদ্ধ করতে চলেছে রাজস্থান সরকার। এবার প্রায় সেই একই পথে হাঁটতে চলেছে এ রাজ্যের সরকারও। তবে আইন করে নয়, অনুরোধ করে। কালীপুজোয় বাজি না পোড়ানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব সহ সরকারি কর্তাদের নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আলোচনা হয় কালীপুজোর প্রস্তুতি নিয়ে, সিদ্ধান্ত হয় এক গুচ্ছও। ঠিক হয়েছে, দুর্গাপুজোর মতো কালীপুজোয়ও শোভাযাত্রা বের হবে না। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ।

বৈঠক শেষে রাজ্যের তরফে জানানো হয়, দুর্গাপুজোয় লোকজন রাস্তায় বের হলেও, সংক্রমণ সেভাবে ছড়ায়নি। তাই সবাই সচেতন হলে করোনা প্রতিরোধ সম্ভব। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাজি না পোড়ানোর আবেদন করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদালত নির্দেশিত নিষিদ্ধ বাজি তো বটেই, দয়া করে কোনও বাজি পোড়াবেন না। করোনা রোগীদের ক্ষতি হবে, তাদের শরীরে বাজির ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর