প্রবীণ নাগরিকদের জন্য যাতায়াত ব্যবস্থা আরও সহজ করে দিল কোলকাতা মেট্রো

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200915-WA0037

এনবিটিভি ডেস্ক,১৫ই সেপ্টেম্বর: যেসব প্রবীণ নাগরিক সকাল ১১.৩০ থেকে বিকাল ৪.৩০ অবধি মেট্রোয় যাতায়াত করবেন তাদের ই-পাস লাগবে না। কেবল আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড দেখলেই প্রবেশাধিকার পাবেন তারা। জানালেন কলকাতা মেট্রো চিফ অপারেশন ম্যানেজার সাত্যকি নাথ।

নিট ( NEET ) পরীক্ষাকে সামনে রেখেই গত সপ্তাহের ১৩ই সেপ্টেম্বর কলকাতা মেট্রো চালু করার অনুমতি দেয় রাজ্য সরকার। কুপন ব্যবস্থাকে বন্ধ করে স্মার্টকার্ড ও ই-পাসের ব্যবস্থা করে মেট্রো কতৃপক্ষ। কিন্তু ১৪তারিখেই দেখা যায় স্মার্টকার্ড থাকলেও ই-পাস করতে পারছেন না অনেকেই। এই ক্ষেত্রে ই-পাস ব্যবস্থায় একটু বদল নিয়ে এল কতৃপক্ষ। অফিসের সময় অর্থাৎ ১১.৩০ থেকে ৪.৩০ এইসময় যাত্রীরা ব্যবস্থায় থাকেন। এই সময় প্রবীণ নাগরিকরা ই-পাস ছাড়াই কেবল কার্ড দেখিয়ে চড়তে পারবেন মেট্রো রেল। কিন্ত নবীনদের জন্য পুরোপুরি ভাবে বহাল থাকবে ই-পাস ব্যবস্থা। যাত্রীরা নতুন করে স্মার্টকার্ডও বানাতে পারবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর