দিল্লি-কলকাতাগামী জাতীয় সড়কে নিত্যদিন বহু লরি এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে। এইসব দুর্ঘটনার অন্যতম কারণ হলো চালকদের চোখের সমস্যা। তাই শনিবার পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর লরি চালকদের চোখ পরীক্ষার ব্যবস্থা করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। শনিবার সকাল থেকেই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে চোখ পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে শিবিরের সূচনা করেন ডিসি হেডকোয়াটার অংশুমান সাহা, কাঁকসার এসিপি , কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সুদীপ রায় সহ অন্যান্য ট্রাফিক পুলিশের কর্মীরা। ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা বলেন দুর্ঘটনার প্রধান কারণ হলো চালকদের চোখের সমস্যা। চালকদের চোখ পরীক্ষা করে দ্রুত চোখের সমস্যা দূর করা যায় তার জন্য যথাযথ ব্যবস্থা তারা নিয়েছেন। দুর্ঘটনা অনেকটাই কম হবে বলে অনুমান ট্রাফিক পুলিশের আধিকারিকের।
Popular Categories