কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ আনিস খুনের বিচার এখনো মেলেনি। এক মাসে একাধিক রাজনৈতিক নেতা খুন হয়েছে। আজ আবার বীরভূমে ১০ জনের মৃত্যু হয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে গুন্ডাদের রাজত্ব চলছে। আইন শৃঙ্খলা রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্পূর্ণ ব্যর্থ।
পুলিশ প্রশাসন দল দাসে পরিণত হয়েছে। রাজ্যে অরাজকতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। রাজনৈতিক খুনোখুনির ফলে পরিবেশ বিষাক্ত হচ্ছে, সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে, বদনাম হচ্ছে বাংলার।
এই অবস্থায় একটি আদর্শিক ও মূল্যবোধ ভিত্তিক দল হিসেবে ওয়েলফেয়ার পার্টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছে, অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকুন। সব দলের পরামর্শ নিয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক হিংসা বন্ধের পরিকল্পনা গ্রহণ করুন।