নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন হাড়োয়া বিধানসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। নেত্রীর উপর এই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিলেও পা মেলান হাড়োয়া বিধানসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম।
হাড়োয়া বিধানসভা এলাকায় এই প্রতিবাদ মিছিলে সামিল হন তিনি। এদিন হাজী নুরুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আক্রমন করে তাঁকে দমিয়ে রাখা যাবে না। তিনি তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। কেউ তাঁকে রুখতে পারবে না।