হরিশ্চন্দ্রপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200913-WA0013

সফিকুল আলম,মালদা,১৩ই সেপ্টেম্বর: শাসক দল তৃণমূল কংগ্রেস দলে যোগদান অব্যাহত, রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৪৫ টি আদিবাসী পরিবার বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আদিবাসী বুধ ভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়। এই সভার মধ্য দিয়ে সদ্য তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু ও যুব তৃনমূল নেতা বুলবুল খান। এদিন এই কর্মীসভায় উপস্থিত ছিল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভূমি কর্মাদক্ষ আদিত্য মিশ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

বিভিন্ন দল ছেড়ে আসা ৪৫ টি আদিবাসী পরিবারের মানুষের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে চুনিয়া মুর্মু বলেন ‘মানুষ বিজেপির সম্পর্কে এখন ভালোভাবে বুঝতে পারছে কারণ বিজেপি বাংলার মানুষের ভালো চায়নি, বাংলার উন্নয়ন চাইনি, শুধু বাংলাকে অপদস্থ করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে ও তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে চলছে। তাই তারা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।’ তিনি তাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর