ডোমকল: রান্নার উনুন থেকে ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ল তিন তিনটি বাড়ি। শুক্রবার সন্ধায় মুর্শিদাবাদের ডোমকলের বিলাসপুর পশ্চিমপাড়া এলাকার ঘটনা।
স্থানীয়রা জানান, মেহেন্নেগার বেওয়া প্রতিদিনের মতো সন্ধ্যায় রান্না শুরু করে উনুনে। সেখান থেকে আগুন ধরে যায় সেই ঘরে। তৎখনাত বাড়ি ছেড়ে পালান। আগুনেত গতি বেড়ে পাশের বাড়িতেও আগুন লাগে। ঘটনায় ইন্দাদুল সেখ এবং তুজাম সেখ এর বাড়িও পুড়ে যায়। নানান জিনিসপত্র সহ গবাদিপশু পুড়ে গেলে ক্ষয়ক্ষতি আনুমানিক ৫০ হাজার টাকা বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারেরা।
স্থানীয়দের একাংশ জানান, এর আগেও মেহেন্নেগার বেওয়ার বাড়িতে তিনবার আগুন ধরে। এবার মিলিয়ে চারবার। তবে একটু সচেতন থাকলে হয়তো আগুন ধরতো না।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলঙ্গী থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।