এনবিটিভি ডেস্ক, বাদুড়িয়া: ২০২১ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েই চলেছে। কিন্তু এক্ষেত্রে বাদুড়িয়া বিধানসভায় কিছুটা স্বস্তি পেলো শাসক দল। তারাগুনিয়া ইট ভাটা ইউনিয়ন এর শ্রমিক সংগঠনের কয়েকশো শ্রমিক মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এগিয়ে যেতে CITU ছেড়ে INTTUC তে যোগ দিলেন।
তাঁদের কে দলে স্বাগত জানান বাদুড়িয়া বিধানসভার চেয়ারম্যান এবং উত্তর ২৪ পরগনা জেলার কর্মদক্ষ মাননীয় বুরহানুল মুকাদ্দিম লিটন।