কবিতা : স্বাধীনতা ও ভারতীয় মুসলিম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

2020-02-23t145859z_616928402_rc2e6f9c06zh_rtrmadp_3_india-citizenship-protests

সাইফুল্লা লস্কর 

পরাধীনতার শঙ্কা মননে করিয়া ধারণ
মোরা করছি সদা স্বাধীনতা স্মরণ
স্বাধীনতা ছিল মোদের জাতির বসন
স্বাধীনতা ছিল মোদের আশার কিরণ
স্বাধীনতা ছিল মোদের স্বপন ভুবন
স্বাধীনতা ছিল মোদের সবার আপন

 

পরাধীনতার শঙ্কা মননে করিয়া ধারণ
করিলাম আজি শত সহস্র শহীদ স্মরণ
জাগিলো অন্তঃকরনে দেশপ্রেমের শিহরণ
পাওয়া না পাওয়ার মাঝে খুঁজিলাম কারণ
হারানো গৌরবের আশা বুকে করিলাম ধারণ

 

পরাধীনতার শঙ্কা মননে করিয়া ধারণ
ভাবছি মোরা আজ সত্যি কি স্বাধীন
বিকৃত উপেক্ষিত মোদের ইতিহাস অবদান
নিশানায় খাদ্য বসন আরো মোদের প্রাণ
অপশক্তি করিল সবার স্বাধীনতা হরণ
নির্দ্বিধায় দেশ জাতি করিল তা স্বেচ্ছা বরণ
স্বাধীন জাতি কেন করিছে আজ পশ্চাৎ গমন
ভেবেছো কি কোন গৌরব করিলাম পালন

 

পরাধীনতার শঙ্কা হৃদয়ে করিয়া ধারণ
ভাবছি কোথায় হারালাম অতীতের সে আসন
পেলাম কিসের সাজা দিয়েও লাখো জিবন
কোথায় মোদের অধিকার কোথায় সহন
কত অপেক্ষায় হবে অপশক্তির অস্তগমন
কিভাবে হবে এই বিশৃঙ্খলতার নিরসন
জানিনা কোথায় করিব মোরা ভবিষ্যৎ যাপন
কবে হবে আবার এ দেশে মোদের সাদর গ্রহণ
কবে কিভাবে হবে এই স্বৈরাচারীর অপসারণ
নাহলে করিব কিভাবে মোরা স্বাধীনতা যপণ?

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর