গোলাম হাবীব, মালদ:পারিবারিক বিবাদের জেরে একসাথে বিষপান করলেন দম্পতি। বিষ ক্রিয়ায় মৃত্যু স্বামীর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার উপর শঙ্করটোলা এলাকায়।
জানা গিয়েছে,মৃত যুবকের নাম মেঘনাথ মণ্ডল (৩০)। অসুস্থ স্ত্রীর নাম লক্ষ্মী মণ্ডল(২৬)। পরিবার সূত্রে জানা গেছে, মেঘনাথ মণ্ডল শারীরিক প্রতিবন্ধী। টিউশনি পড়িয়ে কোনও রকমে দিন চলে তাদের। তবে সম্প্রতি এক প্রতিবেশীর মৃত্যুর পর মেঘনাথের পরিবারকে সন্দেহ করা হত বলে অভিযোগ। তারপর থেকেই পারিবারিক বিবাদ লেগে থাকত বলে জানা গেছে। কাল রবিবার রাতে দম্পতি একসঙ্গে বিষপান করেন। এমনকি বিষপানের খবর ফোন করে এক আত্মীয়কে জানান মেঘনাথ।
খবর জানতে পেরে তাদের প্রথমে মানিকচক ব্লক হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে মৃত্যু হয় মেঘনাথের। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।