মুর্শিদাবাদ, এনবিটিভিঃ ফের বেআইনি অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ইসলামপুরে। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে আগ্নেয়াস্ত্রসহ একজন দুষ্কৃতীকে গ্রেফতার করে জলঙ্গি থানার পুলিশ।
ফের সপ্তাহ পেরোতে না পেরোতেই পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত আরও একজন। ধৃতের নাম আশরাফুল ইসলাম (৪৭)। ধৃতের কাছ থেকে একটি উন্নতমানের ওয়ান শাটার পিস্তল সহ একটি এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার পুলিশ।
গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইসলামপুর নাজিরপুর মোড় থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে । কোথা থেকে বা কেনই? এত অস্ত্র মিলছে প্রশ্ন উঠেছে স্থানীয় মানুষের মনে।
এদিন শুক্রবার ধৃত ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার মূল চক্রী দের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।