পথ দুর্ঘটনায় বলি বড়ঞার তরতাজা চার যুবক

জৈদুল সেখ, মুর্শিদাবাদ: আজ সকালে পথ দুর্ঘটনায় বলি চার তরতাজা যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত মড্ডা গ্রামে।

জানা গিয়েছে, গত রাত্রে ওই চার যুবক যাত্রা শুনতে পাশের গ্রামে গিয়েছিল।সারারাত বাড়ির বাইরে থাকার পর সোমবার সকালে মোটর বাইকে চড়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই চার যুকোকের। সোমবার সকালে ওই চার যুবক একটি মোটর বাইকে চেপে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মড্ডা এলাকার একটি কালভাটে ধাক্কা মরলে ঘটনা স্থলে মৃত্যু হয় তাদের। ওই চার যুবক বড়ঞার বেলগ্রামের বাসিন্দা।চার জন যুবক হল,দীপ বাগদি ও কল্যাণ বয়েন ও বেলগ্রামে মামারবাড়ি বেড়াতে আসা কিন্নাহারের বাসিন্দা রিনিত মাঝি ও তালোয়া গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বাগদি।

ঘটনার খাবর পেয়ে,ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ।এরপর মৃতদেহগুলি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতলে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াই বড়ঞা থানার মড্ডা গ্রামে। পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের সদস্যরা।

Latest articles

Related articles