দেশে ২১ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

এনবিটিভি ডেস্ক: দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা ২১ লাখে পৌঁছে গেল। একদিনে সর্বোচ্চ সংক্রণের রেকর্ড হয়েছে রবিবার। একদিনে মোট আক্রান্ত হয়েছেন ৬৪,৩৯৯ জন। মোট সংক্রমিত ২১,৫৩,০১০ জন। একদিনে মৃত ৮৬১ জন, মোট মৃত ৪৩,৩৭৯ জন। সবথেকে বেশি সংক্রমিতের সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে তিন নম্বরে। এক নম্বরে আমেরিকা ও দুই নম্বরে ব্রাজিল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গুজরাত, কর্নাটক ও তামিলনাডুই এখন চিন্তায় রেখেছে। ওই তিন রাজ্যে মৃত্যুর হার জাতীয় গড়ের থেকে বেশি।

অন্যদিকে, শনিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২,৯৪৯ জন। শুধু কলকাতাতেই আক্রান্ত ৬৮৪ জন। তবে কলকাতার পাশাপাশি সংক্রমণ বাড়ছে উত্তর ২৪ পরগনাতেও। একদিনে ৬৫৩ জন সেখানে সংক্রমিত। মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৯২ হাজার ৬১৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের।

Latest articles

Related articles