জলঙ্গি, এনবিটিভিঃ বাসের চাকার তলায় পড়ে মৃত ১ সহ আহত ১। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ব্রিজ মোড়ে। বহরমপুর গামী বাস জলঙ্গি দিকে যাচ্ছিল ঠিক সেইসময় মোটর বাইকে চেপে যাচ্ছিলেন স্বামী মিলটন মন্ডল ও স্ত্রী আক্তার জাহান। তাদের বাড়ি রাণীনগর জামালপুর এলাকায়।
বাসের পাশদিয়ে সাইড করতে গিয়েই ধাক্কা লাগে মোটরবাইকে, ঘটনায় মাটিতে লুটিয়ে পড়ে স্বামী-স্ত্রী দুজনে। তাদের দুজনকে ডোমকল হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন আকতার জাহানকে ডাক্তার এবং স্বামী মিল্টনের অবস্থার অবনতি ঘটলে স্থানান্তর করা হয় বহরমপুর মেডিকেল হসপিটাল।