এনবিটিভি,পশ্চিম বর্ধমান: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়লে যুবক বিয়ে করতে নারাজ থাকায় যুবতীকে মারধর করার অভিযোগ উঠল আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইন্দ্রা কলোনির এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানা যায়, ইন্দ্রা কলোনির এক যুবক ওই এলাকার এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে সহবাস করে। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা জানতে পেরে মেয়েটির উপরে অত্যাচার করে বলে অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ফলে প্রেমিকার গর্ভে বাচ্চাটি নষ্ট হয়ে যায়। পাশাপাশি মেয়েটিকে ছেলে ও ছেলের পরিবার মানতে নারাজ।সরাসরি বিয়ে করতে মানা করে দেয় ছেলে এবং ছেলের পরিবার। ফলে শনিবার রাতে মেয়ের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা আসানসোল দক্ষিণ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। তারা কঠোর শাস্তির আবেদন জানায় ছেলে এবং ছেলের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।