গান্ধীমূর্তির পাদদেশে গ্রেফতার ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী

কলকাতা: গ্রেফতার নওশাদ সিদ্দিকি। দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে আজ কলকাতায় বিক্ষোভ দেখাতে গেলে, গান্ধীমূর্তির সামনে থেকে ভাঙড়ের বিধায়ককে আটক করে পুলিশ। আইএসএফ-এর বেশ কয়েকজন কর্মী-সমর্থককেও আটক করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, গান্ধীমূর্তির পাদদেশে পৌঁছোনোর আগেই আটক করা হয়েছে তাঁকে। এখানে কোনো অনুমতি ছাড়াই অবস্থান মিছিল করার সিদ্ধান্ত নেয় বলে খবর পুলিশ সূত্রে। যদিও আইএসএফ-এর দাবি, তারা অনুমতি নিয়েই এই কমসূচির সিদ্ধান্ত নেয়।

ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেন,” কৃষক আন্দোলন ও বাংলা ভাগের বিজেপির চক্রান্ত নিয়ে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু তা পুলিশ করতে দিলনা। স্পিকারের অনুমতি ছাড়াই গ্রেফতার করা হল আমাদের।” নওসাদকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল লালবাজারে।

Latest articles

Related articles