নিউজ ডেস্ক : চার বছর অন্তর বিশ্বব্যাপী ক্রীড়াবিদদের ক্রীড়া নৈপুণ্য দেখানোর শ্রেষ্ট আসর অলিম্পিক। এই বছরের অলিম্পিক আসর বসবে পূর্ব এশিয়ার দেশ জাপানে। অলিম্পিক আসরের ঘণ্টা বাজতে আর বাকি ১০০ দিনের ও কম সময়। অসংখ্য ক্রীড়া প্রেমী মানুষ অধীর আগ্রহে তার অপেক্ষায় থাকলেও জাপানে করোনার চতুর্থ দফার ঢেউ প্রশ্ন তুলে দিয়েছে এই আসরের আয়োজনের ব্যাপারে।
বৃহস্পতিবারই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাপানের শাসকদল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির এক সদস্য বলেছেন, “অলিম্পিক্স বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সফল অলিম্পিক্স আয়োজন করা জাপানের দায়িত্ব। আমাদের সামনে বিরাট সুযোগ। সেটা কাজে লাগাতে আমরা মরিয়া। একই সঙ্গে, আমাদের সামনে এখনও অনেক প্রস্তুতি বাকি রয়েছে।”
তবে জাপান সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যদি অলিম্পিক আসর আয়োজন করা হয় এই পরিস্থিতিতে সেখানে কোন দর্শকের প্রবেশ অধিকার থাকবে না। মাঠের মধ্যে ক্রীড়াবিদ ছাড়া শুধুমাত্র সাংবাদিক বিচারক এবং ক্যামেরাম্যানদের প্রবেশ করতে দেয়া হবে।