মারকাজ নর্দমার জল,কুম্ভমেলা গঙ্গাজল, বিতর্কিত মন্তব্য VHP নেতার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

cs-climate-hinduism-pollution-gangacanal

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের মহাসংক্রামক বা সুপার স্প্রেডার কুম্ভমেলার সঙ্গে গত বছরে তাবলিগ মারকাজের তুলনা বর্তমানে জোরেসরে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কারণ গত বছর মোদি সরকারের ঘনিষ্ঠ তাবেদার মিডিয়া তবলীগ মারকাজকে মহা সংক্রামক হিসেবে তুলে ধরতে চেয়েছিল সবার সামনে। কিন্তু এই তুলনার ব্যাপারে এক বিতর্কিত মন্তব্য করে বসলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা সুরেন্দ্র জৈন। তিনি বলেছেন মহাকুম্ভ মেলা এবং তবলীগ মার্কাজ, যা তার দৃষ্টিতে নাকি কোন ধর্মীয় অনুষ্ঠানই তার তুলনা কোনো দিক থেকেই চলে না। তিনি আরো বলেন, মহাকুম্ভ মেলা সঙ্গে তাবলীগের মার্কাজ এর তুলনা যেন গঙ্গা জলের সঙ্গে নোংরা নালার জলের তুলনা করা। এছাড়াও তিনি আরও বেশকিছু অযৌক্তিক পার্থক্য তুলে ধরেন এই দুই অনুষ্ঠানের মাঝে। তিনি বলেন, তবলীগ মার্কাজ সরকারের অনুমতি বিনা আয়োজিত হয়েছিল যেখানে মহাকুম্ভ মেলা সরকারের পূর্ণ সম্মতি নিয়েই চলছে।

 

বর্তমানে দেশে যখন মোট দৈনন্দিন করোনা সংক্রমনের হার প্রায় ২ লক্ষ ঠিক তখন উত্তরাখণ্ডের হরিদ্দার এর সরকারি অনুমতি চলছে মহাকুম্ভ মেলা যেখানে কোনো রকম তোয়াক্কা না করেই একত্রিত হয়েছেন লক্ষ লক্ষ হিন্দু পুণ্যার্থী। এমনকি মহাকুম্ভ মেলাতেও গত দুই দিনে নতুন করে ১৭০০ জন আক্রান্ত হয়েছে করোনাভাইরাস এ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর