এনবিটিভি ডেস্কঃ রবিবার কোলকাতায় পুরভোটে ১৪৪ টি ওয়ার্ডে ভোট গ্রহণ। বিধানসভা নির্বাচনে লাখ লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচন পেরিয়ে রাজ্যে নিরঙ্কুশ তৃণমূল কংগ্রেস। সামনে পুরভোট তার আগেই খাস মিনি মহাকরণে শূন্যপদ ২৮ হাজারেরও বেশী।
সামনেই আসছে কলকাতা পুরসভার পুরভোট, তার আগেই পুরসভার কর্মী সঙ্কট অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলে। ২০১০ শালে কোলকাতা পুরসভায় দখল নেয় তৃণমূল। ১১ বছরে কোলকাতায় পুরসভা বাড়তে বাড়তে দাঁড়িয়েছে ২৮ হাজারের বেশী। বিরোধীদের অভিযোগ দিনের পর দিন পুরো পরিষেবা থেকে বঞ্ছিত রাজধানীর নাগরিকেরা।
উল্লেখ্য, যদিও পুরো প্রশাসকের দাবী গত ১০ বছরে অনেক পদও বিলুপ্ত হয়েছে। সঠিক ও প্রয়োজনীয় কর্মী সংখ্যা বুঝতে অডিট করছে কোলকাতা পুরসভা।
অভিযোগ দক্ষ ও স্থায়ী কর্মীর অভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে। বিরোধীদের দাবী শূন্য পদ পূরণ হলে একদিকে যেমন বেকারদের চাকরী মিলবে অন্যদিকে তেমনি প্রাপ্য পরিষেবা পাবে শহরবাসী।