গাছে পেরেক ব্যবহার করে দলীয় পতাকা লাগানোয় নিন্দা প্রকাশ রাজনৈতিক ব্যক্তিত্বদের

আসন্ন আসানসোল পৌরনিগম নির্বাচন উপলক্ষে বার্নপুরে গাছের মধ্যে পেরেক দিয়ে দলীয় পতাকা লাগানোর ঘটনায় নিন্দা প্রকাশ করলেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। জানা গিয়েছে আসানসোল পৌরনিগম নির্বাচন উপলক্ষে বার্নপুর স্টেশন রোডের বেশ কয়েকটি গাছে রাজনৈতিক দলের পতাকা লাগানো রয়েছে। কংগ্রেস, সিপিএম ও বিজেপির দলীয় পতাকা পেরেক দিয়ে গাছে লাগানো হয়েছে। আর এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

যদিও এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন এটা ১০০ শতাংশ অন্যায়। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। কারণ গাছেরও প্রাণ আছে।

অন্যদিকে তৃণমূল নেতা অশোক রুদ্র বলেন এটা নিন্দনীয় বিষয়। এমনকি সিপিএম নেতা চন্দন মিশ্র বলেন এটা বাঞ্ছনীয় নয়। তবে আমরা এই সমস্ত লাগানো পতাকা খুলে নেবো।

এর পাশাপাশি বিজেপি নেতা বাপ্পা বলেন নির্বাচন কমিশনের তরফে গাছ, বিদ্যুৎ এর খুঁটি এই সব জায়গায় দলীয় পতাকা লাগানো নিষেধ করা হয়েছে।গাছের ও প্রাণ আছে।

Latest articles

Related articles