এনবিটিভি নিউজ ডেস্ক : আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ২০১৯-২০ সেশনের ছাত্রছাত্রীদের ওবিসি স্কলারশিপ প্রদান করার জন্য আবেদন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়কে এবং এই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আইএএস শ্রী এ সুব্যিহা মহাশয়কে।
এই বিষয়ে উক্ত সংগঠনের রাজ্য সম্পাদক,মহঃ রাকিব হক বলেন, “এই স্কলারশিপ ছাত্রছাত্রীরা প্রতি বছর পাই এই বছরে কোনো ছাত্রছাত্রী পায়নি তাই অতি সত্বর প্রদান করার আবেদন করা হয় নাহলে শিক্ষার স্বার্থে কার্যকারি পদক্ষেপ নিতে বাধ্য হব৷”