নিউজ ডেস্ক : মহারাষ্ট্রে চলছে ১৫ দিনের ব্রেক দা চেন লকডাউন। এই লকডাউনের ফলে কাজ হারিয়ে আপাত ঘরবন্দি রাজ্যের লক্ষ লক্ষ দৈনিক আয়ের মানুষ। এবার তাদের কথা ভেবে নতুন অর্থনৈতিক প্যাকেজের ঘোষণা দিলো মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে সরকার। সরকারিভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহারাষ্ট্রের ৭.১৫ লাখ অটোরিকশা চালকদের এই ১৫ দিন কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকার ক্ষতিপূরণ ১৫০০ টাকা করে দেবে মহারাষ্ট্র সরকার।
ইতিমধ্যেই রাজ্যটির অর্থ দপ্তরের তরফ থেকে এই উদ্দেশ্যে ১০৭ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গতকাল রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে মহারাষ্ট্রের অটোরিকশাচালক ইউনিয়নের প্রতিনিধিদের বৈঠকের পর এই প্যাকেজ এর ঘোষণা করে রাজ্য সরকার। রাজ্যের বর্তমান লকডাউন ১লা মে পর্যন্ত জারি থাকবে।