টিকার জন্য হাহাকার এর মধ্যেই কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম বাড়াল সেরাম ইনস্টিটিউট। রাজ্যকে ৪০০ টাকায় এক ডোজ টিকা বিক্রি করবে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

2021-04-01-astrazeneca-india

রোজ লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মোকাবিলার একমাত্র পথ টিকাকরণ। কিন্তু সেই টিকাই অমিল দেশে। কিছু রাজ্যে টিকার জন্য হাহাকার। এর মধ্যেই কোভিশিল্ড টিকার প্রতি ডোজের দাম বাড়াল সেরাম ইনস্টিটিউট। রাজ্যকে ৪০০ টাকায় এক ডোজ টিকা বিক্রি করবে পুনের সেরাম ইনস্টিটিউট। কেন্দ্র যদিও পাবে ১৫০ টাকায়। আর বেসরকারি হাসপাতালকে প্রতি ডোজ ৬০০ টাকায় বিক্রি করবে আদর পুনাওয়ালার সংস্থা।
তবে সংস্থার তরফে জানানো হয়েছে, বিদেশি টিকার একটি ডোজের দাম এর থেকে অনেক বেশি। এক ডোজ বিদেশি টিকার দাম ৭৫০ থেকে ১৫০০ টাকা।
কেন্দ্রের নতুন নীতি অনুসারে মোট উত্‍পাদিত টিকার ৫০ শতাংশ কেন্দ্রকেই দিতে হবে। বাকি ৫০ শতাংশ রাজ্য এবং বেসরকারি হাসপাতালকে দিতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর