মালদা: বেপরোয়া গতির বাইক চলাচল নিয়ন্ত্রণে অভিযানে নামল মালদা ট্রাফিক পুলিশ। বুধবার রাত আটটা থেকে ইংরেজবাজারের বাঁধরোডে আকস্মিক অভিযান চালায় পুলিশ। নেতৃত্বে ছিলেন ট্রাফিক ওসি বিটুল পাল।
বাঁধ রোড থেকে বেপরোয়া গতির প্রায় তিরিশটি বাইক আটক করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বাইক চালকেরা ছিলেন উঠতি যুবক। এদিন গভীর রাত পর্যন্ত অভিযান চলে পুলিশের।