একদিনের রিপোর্টে করোনাশূন্য মালদা

মালদা: করোনার দ্বিতীয় ঢেউ এ করোনা শূন্য হলো মালদা জেলা।  রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপরে যে অ্যান্টিজেন ও আর্টিফিশিয়াল টেস্ট করা হয়েছিল তাদের মধ্যে কারো করোনা রিপোর্ট পজিটিভ হয়নি। তবে সচেতন এখনো থাকতে হবে জেলাবাসীকে। করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশের সাথে সাথে মালদা জেলাতেও ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। ধীরে ধীরে  করোনার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। প্রায় তিন মাস পর করোনা শূন্য হল মালদা জেলা। তবে একদিনের রিপোর্টে করোনা শূন্য হলো মালদা জেলা।
<span;>সোমবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা বিভাগের 3 জন রোগীর চিকিৎসা চলছে। রবিবার 70 জনের করোনার পরীক্ষা করা হয়েছিল যার মধ্যে একজনের ও করো না পজিটিভ আসেনি। তাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেয়েছে জেলাবাসী। তবে এখনো জেলাবাসীকে সচেতন থাকতে হবে।

Latest articles

Related articles