আজ প্রথম দফার নির্বাচন। এর মধ্যেই খবর আসছে সংঘর্ষ বোমাবাজির। তার মধ্যেই বিস্ফোরক দাবী,নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি প্রলয় পালের। তিনি বলছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে নির্বাচনে সাহায্য চেয়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
অডিও ক্লিপের বক্তব্য অনুযায়ী প্রলয় বাবু ইয়ং ছেলে,অনেক কাজ করেন,তিনি যদি এবার একটু সাহায্য করেন তৃণমূলকে তাহলে তার আর কোনো অসুবিধাই থাকবেনা।প্রলয়বাবু এই আবৈদন ফিরিয়ে দিয়েছেন।অডিওতে কথা বলা মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- এ দাবী প্রলয় বাবুরই।অডিও-র সত্যতা যাচাই করেনি NBTV।এবারের ভোটে চমক যেন আর ফুরোচ্ছে না।আর কত চমক বাকি আছে সেটা দেখার অপেক্ষায় বাংলা।