আসানসোল শহরকে জঞ্জালমুক্ত করতে ঝাড়ু হাতে মন্ত্রী, প্রশাসক সহ আমলারা

এনবিটিভি,পশ্চিম বর্ধমান: এবার সাফাই অভিযানে মন্ত্রী,প্রশাসক সহ আমলারা। রবিবার সকালে আসানসোলের রাস্তায় ঝাড়ু হাতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক অমর নাথ চ্যাটার্জি সহ আমলাদের। রাস্তার বেশ কিছুটা অংশ নিচের হাতে পরিষ্কার করলেন তারা। বার্তা পৌঁছে দিলেন সাধারণ মানুষের কাছে।
এদিন আসানসোল কর্পোরেশনের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ও এক ট্যাবলো উদ্বোধনের মাধ্যমে সাত দিনের বিশেষ সাফাই অভিযানের সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, “আসানসোল কর্পোরেশনের কাজকে ধন্যবাদ জানাতেই হয়। আসানসোল বড় শহর। বহু অলিগলি রয়েছে। পরিষ্কার হয় রোজই। তাও বিশেষ করে সাফাই-এ জোর দেওয়ার কারণেই এই অভিযান।”

Latest articles

Related articles